
কচুয়ায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তিমূলক পরীক্ষা অনুষ্ঠিত
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়ায় কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে বৃত্তিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের লক্ষে কচুয়া ডিগ্রী কলেজে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের ২৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আদর্শ শিশু একাডেমির পরিচালক ও পরীক্ষা পরিচালনা কমিটির সচিব এস এম মাহবুবুর রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। এখান থেকে শ্রেনি ভিত্তিক মোট ৪৮ জনকে মেধা তালিকা অনুযায়ী মেধা বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে ট্যালেন্টফুলে বৃত্তির জন্য নির্বাচিত হবে ২৪ জন, বাকি ২৪ জনকে সাধারণ কোঠায় বৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত করা হবে। বৃত্তি হিসেবে বছরে এককালীন অর্থ সহায়তা, সার্টিফিকেট এবং মেধাভিত্তিক সম্মাননা প্রদান করা হবে।
পরীক্ষার হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কবির, নব দিগন্ত আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রুহুল আমিন শেখ, শেরে বাংলা ফজলুল হক বিদ্যানিকেতনের পরিচালক মোঃ আফজাল হোসাইন শেখ।
প্রতিভা ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এস এম জুয়েল সহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।