Logo
table-post
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে  বিএনপি’র সদস্য তালিকা  কার্যক্রম অব্যাহত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে ওর্য়াড পর্যায়ে বিএনপি’র সদস্য তালিকা প্রনায়ন কার্যক্রম সম্পূর্ণ গণতান্ত্রিক ও গঠনতন্ত্র মোতাবেক করা হচ্ছে। ইউনিয়ন বিএনপি’র ৭সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটির নেতৃবৃন্দরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই তালিকা প্রনায়নের কাজ অব্যাহত রেখেছেন।

বুধবার (৮ জানুয়ারী) দুপুরে পিলজংগ ইউনিয়ন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মনিটরিং কমিটির সদস্য যাচাই-বাছাই বৈঠক চলাকালে এমনী দৃর্শ্য ফুটে উঠেছে। প্রতিটি ওর্য়াডের শীর্ষ ৮জন সদস্যের প্রস্তুতকৃত খসড়া তালিকা ও উপস্থিত সকলের মতামতের উপর ভিত্তি করে খসড়া এ তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে দাবী করেছেন মনিটরিং কমিটির নেতৃবৃন্দরা। ইউনিয়ন মনিটরিং কমিটির নেতৃবৃন্দরা হলেন, মোঃ গোলাম মোস্তফা, মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, মোঃ খায়রুজ্জামান হাওলাদার, এসএম খলিলুর রহমান, শেখ আজমল হোসেন, মোঃ মিরাজুল ইসলাম মিরাজ ও মোঃ আসাদুজ্জামান বাবলু প্রমুখ।

এর আগে গত ৪ঠা জানুয়ারী ৭,৮ ও ৯নং ওর্য়াডে সম্পূর্ণ গণতান্ত্রিক ও গঠনতন্ত্র মোতাবেক উপরোক্ত খসড়া তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই করা হয়। বুধবার দিনব্যাপী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এ-মিটিংয়ে ৪,৫ ও ৬নং ওর্য়াডের কার্যক্রম পরিচালনা করা হয়। 

@bagerhat24.com