বাগেরহাটে সৌদি দূতাবাসের হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারি হাফেজ সাকিবকে সংবর্ধনা
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে রাজকীয় সৌদি দূতাবাস আয়োজিত হিফজুল কুরআন চুড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় হাফেজ মোঃ সাকিব উদ্দিনকে বাগেরহাটে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাগেরহাটের দেয়াপাড়া দারুস সালাম নূরানী ও হাফিজিয়া মাদরাসার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা আলিয়া-কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান।মাওলানা আব্দুর ররহমানের এসময়, মাওলানা জয়নুল আবেদিন,খলিলুর রহমান, হাফেজ মাওলানা রবিউল ইসলাম, হাফেজ মাওলানা সোলায়মান শেখ, হাফেজ মাওলানা হিজবুল্লাহ শেখ, হাফেজ মাওলানা মাহিদুল ইসলাম, মাদরাসার মুহতামিম হাফেজ মোঃ আবু হানিফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাজকীয় সৌদি দূতাবাস আয়োজিত হিফজুল কুরআন চিুড়ান্ত প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে প্রত্যন্ত এলাকার একটি মাদরাসার এই শিক্ষার্থী প্রথম হওয়ায় মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।