Logo
table-post
বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ ও আহমেদ আব্দুল্লাহ সেক্রেটারি
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বাগেরহাট জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৫ সালের জন্য জেলা সভাপতি  দায়িত্ব পেয়েছেন হাফেজ মোরশেদ আলম এবং সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ। রবিবার(০৫ জানুয়ারি) জেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে এ তথ্য জনানো হয়। 
এর আগে শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের আল ফারুক সোসাইটি মিলনায়তনে এক জরুরি সদস্য সম্মেলনের মাধ্যমে খুলনা অঞ্চলের শাখাগুলোর নতুন কমিটি ঘোষণা করা হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের জন্য বাগেরহাট জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মোরশেদ আলম এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ আব্দুল্লাহ।


নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে জানিয়েছেন জেলা কমিটির নেতৃবৃন্দ।
 

@bagerhat24.com