![table-post](https://bagerhat24.com/uploads/2025/01/1736090237677aa27dda58b.jpg)
বাগেরহাটে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বদা আমরা সমাজ গড়তে চাই” স্লোগানে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫ তম জাতীয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার (০৫ জানুয়ারি) সকালে শহরের মুনিগঞ্জ এলাকায় অবস্থিত জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আনসার ও ভিডিপি প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।
এসময়, সার্কেল অ্যাডজুট্যান্ড আনিসুর রহমান, বাগেরহাট সদর উপজেলা ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর উপজেলা প্রশিক্ষক এস .এম.ফয়সাল মাহমুদসহ আনসার ভিডিপি‘র সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা, আনসার ও ভিডিপি দেশের শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বাহিনী প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে অবদান রাখছে বলে জানান বক্তারা।
এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেন আনসার ভিডিপির সদস্যরা।