খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মানসা কালি মন্দির পরিদর্শন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী মানসা কালি মন্দির পরিদর্শন করেছেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পালসহ অন্যান্যরা। তিনি শনিবার সন্ধ্যায় মন্দির পরিদর্শন শেষে মন্দির কমিটি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক কানাই লাল সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কানন মজমুদার, নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার সহধর্মিণী কৃষ্ণা মন্ডল ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মেয়ে দীপান্নিতা পাল।
মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার (বাটুল) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল কুমার আঁশ এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দুলাল কুমার পাল, মিলন কুমার সেন ও বিএনপি নেতা মো. মিজানুর রহমান সহ গনমাধ্যমকর্মী ও মন্দির কমিটির বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অপরদিকে, এদিন বিকেলে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল স্ব-পরিবারে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে রবি ঠাকুরের পিতৃ পুরুষের আদি নিবাস পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।