Logo
table-post
আমার দেশ পত্রিকা প্রকাশের দাবীতে পিরোজপুরে মানববন্ধন
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

আমার দেশ সম্পাদক ড.মাহামুদুর রহমান ও মিসেস মাহামুদুর রহমানের বিরুদ্ধে পতিত মিথ্যা মামলার ফরমায়েশী রায় অবিলম্বে বাতিল করার দাবীতে ও প্রেস খুলে দিয়ে পত্রিকা দ্রুত প্রকাশের দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুরের সম্মিলিত পেশাজীবী পরিষদ। আজ শনিবার সকাল ১১ টায় পিরোজপুর শহরের ক্লাব রোডে বিভিন্ন পেশার মানুষ নিয়ে অনুষ্ঠিত এ মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের আহকায়ক এডভোকেট আবুল কালাম আকন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আমার দেশ প্রতিনিধি এডভোকেট রেজাউল ইসলাম শামীম, জেলা শ্রমিক দল সভাপতি আব্দুস সালাম বাতেন, পিরোজপুর প্রেসক্লাবের সহ সভাপতি খেলাফত হোসেন খসরু, সহ সভাপতি ইমাম হেসেন মাসুদ, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

মানববন্ধনে বক্তারা অতিদ্রুত মাহামুদুর রহমান ও মিসেস মাহামুদুর রহমানের বিরুদ্ধে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলার ফরমায়েশী রায় অবিলম্বে বাতিল করে তাদের মুক্ত করার দাবী জানান। অতিদ্রুত আমার দেশ পত্রিকার প্রেস খুলে দিয়ে পত্রিকা প্রকাশের দাবী জানান।

@bagerhat24.com