
ফকিরহাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট সদর ইউনিয়নে অবস্থিত ইউনুস আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র স্বরুপ কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় মডেল মসজিদ চত্তরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনুস আলী ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফকিরহাট কারামতিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আ ন ম মাওলানা ইউনুস আলী, ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মোফাজ্জেল হায়দার, ইউনুস আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ব্যাংক কর্মকর্তা মো. আসাদুল্লাহিল গালিব, ফকিরহাট কারামতিয়া হেফজখানার কোষাধ্যক্ষ লাল্টু, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ জয়নাল ও আব্দুল্লাহ হীল মুজাদ্দেদী প্রমুখ।
এসময় ফকিরহাট কারামতিয়া হেফজখানা ও ছোট বাহিরদিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ইউনুস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহিল গালিব এ প্রতিবেদককে জানান, দেশে চলমান শৈত্য প্রবাহে শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে ফকিরহাটে দরিদ্র ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক প্রয়োজনে এই ফাউন্ডেশন শিক্ষা ও স্বাস্থ্য খাতে ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।