
কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় বালক দলের মধ্যে খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে পূর্ব চড়সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
বালিকাদলের মধ্যে পাইকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উত্তর বিষেরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) বিজয় কুমার জোয়ার্দার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সতিশ চন্দ্র মন্ডল,কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা,শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন সহ কচুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।