
কচুয়ায় গাঁজা সেবনের অপরাধে ৩ যুবককে জেল-জরিমানা
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়ার ছোটবগা এলাকায় গাঁজা সেবনের অপরাধে ৩ যুবককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যা কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম আবু নওশাদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)এর গ ও ৩৬(১) ধারায় বড়আন্ধারমানিক গ্রামের ছোট বগা এলাকার নজল সরদার এর ছেলে মোঃ আসাদুল সরদার বাবু (২০), মোঃ ইউনুস মাঝির ছেলে মোঃ নুর আমিন (২৪) বাকি আরেক জন আলী আজম এর ছেলে সজল ফরাজী (২১) ।
এদেরকে ১০০ টাকা করে জরিমানা ও ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
মাদক নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। সকলকে মাদকমুক্ত, আধুনিক কচুয়া গড়ার এ উদ্যোগকে সহযোগীতা করার জন্য আহবান জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা।