Logo
table-post
ফকিরহাটে উপবৃত্তি বাস্তবায়ন  ও মনিটরিং সম্পর্কিত  প্রশিক্ষণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা এইচএসপি’র স্কিম পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, ঢাকা এইচএসপি’র সহকারী পরিচালক (প্রশাসন) মো. তৌফিক এরফান ও শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আসাদুজ্জামান।

 

এসময় ফকিরহাট ও রামপাল উপজেলার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগনের উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ঢাকা এইচএসপি’র স্কিম পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হক তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে শিক্ষা ক্ষেত্রে সকলে মিলে এক সংগে কাজ করতে হবে, শিক্ষা বিস্তারের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জীবন মানের উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করতে হবে। 
 

@bagerhat24.com