Logo
table-post
ফকিরহাটে ইয়াবাসহ ১জন মাদক কারবারী গ্রেপ্তার
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. শফিউল (৪২) নামের একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী চট্যগ্রামের সাতকানিয়ার বাজালিয়া এলাকার মৃত মো. রফিকের ছেলে।

 

পুলিশ জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপ রায় ও এসআই বিকাশ দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা আট্টাকী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী মো. শফিউলকে গ্রেপ্তার করে। এসময় তার শরীর তল্লাশী করে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে গ্রেপ্তারকৃতকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 

@bagerhat24.com