
কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবক আটক
01/01/1970 12:00:00শুভংকর দাস বাচ্চু
কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দোবাড়িয়া কামাল সরদারের স-মিল এর সামনে থেকে এদের আটক করে কচুয়া থানা পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে ১ টি রামদা, ১টি দা, ১ টি কুড়াল, ও ১ টি পাইপ জব্দ করে পুলিশ।
আটককৃতরা হল, কচুয়া উপজেলার পালপাড়া গ্রমের কামরুল গাজীর ছেলে হোসেন গাজী (২০), ভান্ডারখোলা গ্রামের গনেশ ব্যানার্জীর ছেলে শোভন ব্যানার্জী (১৯) ও কাকারবিল গ্রামের আসাদ মোল্লার ছেলে ইয়ামিন ইসলাম শাওন(২৪)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।