Logo
table-post
ফকিরহাটে কৃষকের গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি,থানায় অভিযোগ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের একজন কৃষককের গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি করে পালিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। বুধবার গভীর রাতে সাতশৈয়া এলাকার সৈয়দ জাহিদুল ইসলামের গোয়াল ঘর থেকে এ চুরির ঘটনা ঘটে।

 এঘটনায় ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। পুলিশ জানান, উপজেলার সাতশৈয়া এলাকার সৈয়দ জাহিদুল ইসলামের গোয়াল ঘর থেকে ছোট-বড় ৬টি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী সৈয়দ জাহিদুল ইসলাম জানান, ৬টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪লাখ টাকা। 

ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম আলমগীর কবীর জানান, গরু চুরির ঘটনায় ভুক্তভোগী থানায় ১টি লিখিত অভিযোগ করেছেন। আমরা গরুসহ চোরকে আটকের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। 
 

@bagerhat24.com