Logo
table-post
অগ্নিকান্ডে ভ্যানচালক হাইয়ের ভ্যানসহ বসতবাড়ি ছাই
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
আব্দুল হাই শেখ (৬০)। বাবা মৃত হোসেন আলী শেখ। হাই পেশায় ভ্যানচালক। দুই ছেলে, তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে সাত সদস্যর পরিবার তার। ছেলে মেয়েদের বিবাহ দিয়েছেন। ভ্যান চালিয়ে বহুকষ্টে বাগেরহাটের চিতলমারী উপজেলার মৈজোড়া গ্রামে বসবাসের জন্য ঘর করেন। কিন্তু সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টায় সর্বনাশা অগ্নিকান্ডে হাইয়ের বসতঘর, ভ্যান ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে কমপক্ষে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 


বড়বাড়িয়া ইনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম জানান, অগ্নিকান্ডে আব্দুল হাই শেখর অপূরনীয় ক্ষতি হয়েছে। বসতঘর ও আসবাবপত্রের সাথে তার একমাত্র আয়ের উৎস্য ভ্যানটিও পুড়ে গেছে।    

  
চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আব্দুল অদুত জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসির সহযোগীতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে নগদ টাকাসহ ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রথমিক ভাবে নিরূপন করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসাকিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। 
 

@bagerhat24.com