রামপালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন
01/01/1970 12:00:00এম, এ সবুর রানা
রামপালে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসের শুরুতে ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী উপজেলা পরিষদের সবুজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও বেলা সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, রামপাল থানার ওসি মো. সেলিম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও হাসপাতাল, এতিমখানা ও ভবঘুরে কেন্দ্রে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমারের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে সেচ্ছাসায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।