মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম
মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে সোমবার(১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শহরে বিজয় র্যালি করেন বিএনপির নেতাকর্মীরা।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। পরে দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফুল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের হাতে।
অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে। বেলা ১১ টার দিকে আবু হুরায়রাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ ও প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আব্দুল আলীম।