চিতলমারীতে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপিত
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। শুভ সূচনার পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিতলমারী উপজেলা শাখা, সরকারি, বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ দিন সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগনের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এফ এম ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডর শেখ আবু তালেব।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু ও উপজেলা জামায়াত ইসলামীর আমির গাজী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং আড়ম্বরপূর্ণ বিজয় মেলা অনুষ্ঠিত হয়।