Logo
table-post
লক্ষ্মীর সংসারে অলক্ষ্মী,ফেসবুকে পরিচয় !
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মোছা. নার্গিস বেগমের (৩০) পরিচয় হয় জীবন বালা (৪৫) নামের এক যুবকের সঙ্গে। সেই সূত্র ধরে তাঁদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে গড়ে ওঠে পরকীয়া। অবশেষে আগের স্বামী ছেড়ে প্রেমিক জীকনকে বিয়ে করে লক্ষ্মীর সংসারে ঢুকে পড়েছে নার্গিস। এ নিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের বাড়িতে চলেছে হৈহুল্লোড় ও বিভিন্ন বয়সের নারী-পুরুষের সমাগম। আর তাঁদের সকলের মুখে চাউর হচ্ছে লক্ষ্মীর সংসারে ঢুকেছে অলক্ষী। আর ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চরখলিশাখালী গ্রামে। 


পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের মোছা. নার্গিস বেগম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাঁর বাগেরহাটের চিতলমারী উপজেলার চরখলিশাখালী গ্রামের মৃত আনন্দ বালার ছেলে জীবন বালার পরিচয় হয়। দুই বছর আগে পরিচয়ের সূত্র ধরে তাঁরা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ পর্যায়ে গত ২০/০২/২০২৩ ইং তারিখ জীবন বালা আদালতের মাধ্যমে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর নাম রাখেন মোঃ তামিম হোসেন। নার্গিস তার আগের স্বামীকে বাদ দিয়ে একই তারিখে ইসলাম ধর্মমতে তামিম ওরফে জীবন বালাকে বিবাহ করেন। গত ১১ ডিসেম্বর সে নতুন স্বামীর বাড়ি চিতলমারীর চরখলিশাখালী গ্রামের বাড়িতে এসেছে। সাথে তার আগের সংসারের দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।


জীবন বালা ওরফে মোঃ তামিম হোসেন বলেন, ‘ভালবাসার সূত্র ধরে আমি নার্গিসকে বিয়ে করে বাড়িতে এনেছি। গ্রামরে কিছু লোক ইন্ধন দিয়ে পংকজ বৈরাগী ও সৌরভকে দিয়ে আমাকে মারপিট করিয়েছে। আমি এর বিচার চাই।’


জীবন বালার দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী বালা (৩৫) জানান, জীবনের প্রথম স্ত্রীর নাম গোলাপী বালা (৪৫)। সেই ঘরে আখি বালা (২৫), আকাশ বালা (১৮) ও রাখি বালা (১৫) নামে তিনটি সন্তান রয়েছে। তারা জীবন বালার অত্যাচার সহ্য করতে না পেরে ভারতে চলে গেছে। ২০০৭ সালে জীবন তাকে বিয়ে করে। তাঁদের দাম্পত্য জীবনে জয়ী বালা (৮) ও যশ নামের দুটি সন্তান রয়েছে। এখন বাড়ি ছেড়ে তাকে চলে যাওয়ার জন্য জীবন তাকে মারধর করছে। 
নাম না প্রকাশ করার শর্তে এলাকাসিরা জানান, জীবন একটি বাজে চরিত্র লোক। জীবন লক্ষ্মীর সংসারে অলক্ষ্মী ঢুকিয়েছে। আমরা ওর বিচার চাই।
চিতলমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। কোন অভিযোগ পেলে বিষয়টি আমরা গ্ররুত্বের সাথে দেখব।’ 
 

@bagerhat24.com