বাগেরহাটে মাত্র ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৩ তরুণ-তরুণী
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া মাত্র ১২০ টাকায় ৪৩জন তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার তৌহিদুল আরিফ ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে চূড়ান্তভাবে ৪৩ জনের নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ।
এর মধ্যে সাতজন নারী রয়েছেন। এমন স্বচ্ছ নিয়োাগ প্রক্রিয়ায় চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী। তারা চাকরি পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন। এবং খুশিতে তাদের বাবা মায়েরা অনেকে কেঁদে ফেলেন।
বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, নিয়োগপ্রাপ্তরা শতভাগ স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত পরিবেশে উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে। এখানে কোনো প্রকার অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতি হয়নি। প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করেন তাহলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এমনটাই সকলের প্রত্যাশা।