
চিতলমারীতে ছাত্রদলের মানববন্ধন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারী শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রদল মানববন্ধন করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় শেরে বাংলা কলেজ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তারা বিভিন্ন দাবিতে এ মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি স্বাধীন মোল্লা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ, চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন বিশ্বাস ইউনুস, সাবেক সদস্য সচিব এলাহি মোল্লা, শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শহীদ মীর ও সাবেক সদস্য সচিব ইমরান মিরাজ প্রমূখ।
এ সময় বক্তরা বলেন, ‘গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মি ও নাগরিকের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মিদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচার করতে হবে।’