Logo
table-post
চিতলমারীতে জলবায়ু পরিবর্তনজনিত বিষয়ক প্রশিক্ষণ
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণ হয়। স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি’র স্বপ্ন ২য় পর্যায় প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে। 
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ। 


চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার খান, কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম, ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ বালা, ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মতিউর টুকু, কিশোর কুমার মজুমদার ও পলাশ তালুকদার। 


প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন প্রকল্পের প্রোজেক্ট অফিসার মোঃ শাহাদাৎ হোসেন। 


চিতলমারী সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। 

@bagerhat24.com