Logo
table-post
পিলজংগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ১৬দলীয় নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ বন্ধন যুব সংঘের আয়োজনে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ১৬দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পিলজংগ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ভোধন করেন। 

বন্ধন যুব সংঘের সভাপতি জামাল হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষকদলের সভাপতি আবু সুফিয়ান। যুব সংঘের সাধারন সম্পাদক সবুজ কুমার দাশ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক বারিক মোড়ল, বিএনপি নেতা বাবলু শেখ, যুবদল নেতা সুমন মোড়ল, আরব মল্লিক ও আল আমীন কবির মল্লিক সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

@bagerhat24.com