
ফকিরহাটের লখপুরে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগীতার উদ্ভোধন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুরের জাড়িয়া মধ্যপাড়া যুব সংঘের আয়োজনে ৮দলীয় হা-ডু-ডু প্রতিযোগীতা শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় জাড়িয়া মধ্যপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা ও বিেিশষ্ট সমাজসেবক শেখ শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্ভোধন করেন।
ছাত্রদল নেতা আশিকুজ্জামান আশিক এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা মহিনুর হোসেন সাব্বির, মোঃ সাব্বির হোসেন, আবু হুরাইয়ারা, তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম ও হোসেন আলী। খেলা পরিচালনা করেন, ইলাহী শেখ। খেলায় বিভিন্ন স্থান হতে ৮টি দল অংশ গ্রহন করেন। খেলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।