Logo
table-post
ভান্ডারিয়া ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প অবহিতকরণ সভা
01/01/1970 12:00:00

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় পর্যায়ে তরুণ তরুণীদের দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষে সিঙ্গাপুর ভিত্তিক দাতা সংস্থা টিকটক এর আর্থিক সহায়তায় পিরোজপুরের ভান্ডারিয়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ক্লাইমেট রেজিলিয়েন্স এন্টারপ্রিনিউরশিপ প্রোগ্রাম ফর ইয়ুথ-লেড বিজনেস প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া উপজেলা পরিষদের সভা কক্ষে অবহিতকরণ সভায় ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ হাসিবুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন আরাফাত রানা। 


এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মেদ আনওয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মসূচির  কর্মকর্তাবৃন্দ ।

 

উক্ত প্রকল্পের অধিন ভান্ডারিয়া উপজেলায় ৫০ জন যুব নারী-পুরুষকে উদ্যোক্তা তৈরীর প্রশিক্ষণ প্রদান মেন্টরিং-এর মাধ্যমে ব্যবসা স্থাপনে সহায়তা করা হবে।  

@bagerhat24.com