মোরেলগঞ্জে দুটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাশ বর্জণ করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমীর হোসেন দুলাল ও ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন করছে তারা।
উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সম্মুখে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে ও গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকেল ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান শিক্ষার্থীদের সাথে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ও বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও আমির হোসেন দুলাল বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতাসহ বিদ্যালয়ে দলীয় প্রভাব খাটিয়ে নানা অনিয়ন, দুর্ণীতি করেছেন।