বাগেরহাটে শেষ হলো দুই দিনব্যাপী তথ্য মেলা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে শেষ হয়েছে দু’দিনব্যাপী তথ্য মেলা। বুধবার বিকালে শহরের স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরন করা হয।
এবারের তথ্যমেলায় জেলা পর্যায়ের ২৬টি সরকারি ও বেসরকারী ষ্টল থেকে তাদের সেবা ও তথ্য অধিকার আইন সম্পর্কে নাগরিকরা প্রদান করেন।
বাগেরহাট জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তথ্যমেলার আহবায়ক অ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকু, খানহাজান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দাকার আসিফ উদ্দিন রাখি, জেলা ক্যাব সভাপতি বাবুল সরদার, দূনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাকির আহমেদ, বাগেরহাট ফিল্ম সোসাইটির সভাপতি আব্দুল্লাহ বনি, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম প্রমুখ।