Logo
table-post
ফকিরহাটে পাওনা টাকা ফেরতের দাবীতে মানববন্ধন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের ২৩জন নারীসহ একাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রতারনার মাধ্যমে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা সেলিনা আক্তারের বিরুদ্ধে।

 

টাকা ফেরত ও অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পাওনাদাররা। বুধবার (৪ ডিসেম্বর ) বেলা ১২ টায় লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের ৩ রাস্তর মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

 

ভুক্তভোগী মোক্তার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী আরিফা বেগম, মিতা বেগম, মেহেরুন নেছা, নাহিদা সুলতানা প্রমূখ। এ বিষয়ে মোক্তার হোসেন বলেন পাওনা টাকা না দিয়ে সেলিনা আক্তার এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আমি টাকা চাইতে গেলে আমার সাথে খারাপ আচারন করে বলে টাকা দিবোনা যা ইচ্ছে কর।

 

ভুক্তভোগী মিতা বেগম বলেন, আমি ৮টি এনজিও থেকে লোন করে সেলিনাকে টাকা ধার দিয়েছিলাম এখন টাকা চাইতে গেলে তিনি অনেক সময় অস্বীকার করে এবং বলে টাকা নিয়েছি সময় হলে ফেরত দিবো এভাবে আমাকে প্রায় ২ বছর ধরে ঘোরাচ্ছেন। তিনি আরো বলেন আমরা পাওনা টাকা ফেরতসহ সেলীনা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 

@bagerhat24.com