ফকিরহাটে বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই-কমিশনে হামলা ভাংচুর ও জাতীয় পতাকার অবমনা এবং ইসকন নিষিদ্ধের দাবীতে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একটি বিক্ষোভ মিছিল কাটাখালী বাসস্ট্যান্ড চত্তর প্রদিক্ষন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা। এতে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পিলজংগ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, সদস্য সচিব এস এম খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক যথাক্রমে সরদার বেল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, মোস্তফা কামাল হারুন, মিরাজুল ইসলাম মিরাজ, বিএনপি নেতা জিয়াউর রহমান, খন্দকার আঃ ওয়াদুদ, মোঃ মহিউদ্দিন ভুইয়া (মইন), জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আঃ সালাম, উপজেলা যুবদল নেতা মোদাচ্ছের মল্লিক ও শেখ মিলন মাহাম্মুদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
এর আগে সকালে ফকিরহাট সদর ও সন্ধ্যায় মানসা বাজারে অনুরুপ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।