Logo
table-post
বাগেরহাটে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমানোর দাবিতে মানববন্ধন
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে আলু, পেয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাগেরহাট জেলা শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিত অনুষ্ঠিত হয়। 


মানবন্ধনে বক্তব্য দেন, ক্যাব, বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি শাহ আলম টুকু, সাংবাদিক মাসুদুল হক প্রমুখ।


বক্তারা বলেন, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে আলু ও পেঁয়াজসহ সব ধরণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পন্য এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এছাড়া বর্তমানে আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে।যা ভোক্তাদের জন্য ক্ষতিকর। এসব বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যেভাবে হোক নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নাগালের মধ্যে আনতে হবে। এজন্য অন্তর্র্বতীকালীন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান বক্তারা।


মানববন্ধন শেষে দ্রব্যমূল্য কমানোর দাবিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।
 

@bagerhat24.com