বাবাসহ দুই ভাইকে কুপিয়ে আহতের মামলায় দুইজন কারাগারে
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
মোংলায় বাবাসহ দুই ভাইকে কুপিয়ে আহতের ঘটনায় করা মামলায় দুই আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিমেন আবেদন করলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
কারাগারে প্রেরিত আসামীরা হলেন, মোংলা উপজেলার মাদুরপাল্টা-বাজিকর খন্ড গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে মোঃ কালাম সরদার (৪৫) ও মোঃ ইসলাম সরদারের ছেলে মোঃ আলাউদ্দিন সরদার (৩৫)।
মামলা সূত্রে জানাযায়, গেল ১৬ অক্টোবর সন্ধ্যায় মোংলা উপজেলার মাদুরপাল্টা গ্রামের সরকারি দীঘির পাড় এলাকায় দিলিপ কবিরাজের চায়ের দোকানের সামনের রাস্তায় মাদুরপাল্টা-বাজিকর খন্ড এলাকার মাজেদ মৃধার উপর হামলা করে মোঃ কালাম সরদার, মোঃ আলাউদ্দিন সরদারসহ অন্তত ২০-২৫ জন। মোঃ কালাম সরদার ও তার লোকজন মাজেদকে বেধরক মারপিট করতে থাকে। এক পর্যায়ে মাজেদের দুই ছেলে রিয়াদ মৃধা (২৩) ও নাঈম মৃধা (১৪) ঘটনাস্থলে এসে বাবাকে বাচানোর চেষ্টা করে। এসময় হামলাকারীরা মাজেদকে ছেড়ে দিয়ে রিয়াদ ও নাঈমকে মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ভাইকে গুরুত্বর আহত করে। হামলাকারীরা মাজেদের কাছে থাকা মাছ বিক্রির ২ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে যায়। এক পর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয়রা উদ্ধার করে মাজেদ ও তার দুই ছেলেকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার একদিন পর মাজেদ মৃধা বাদী হয়ে মোঃ কালাম সরদার, মোঃ আলাউদ্দিন সরদার, মোঃ ফরিদ শেখসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯-১০জনকে আসামী করে মোংলা থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী মাজেদ মৃধা বলেন, মোঃ মোঃ কালাম সরদার একজন সন্ত্রাসী। তার কাছে অস্ত্র আছে।মোঃ কালাম সরদার, মোঃ ফিরদ শেখসহ কয়েকজন দীর্ঘদিন ধরে আমাকে হুমকি-ধামকী দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় তারা আমার উপর হামলা করে। আমার দুই ছেলে ও আমাকে মারপিট ও কুপিয়ে আহত করে। টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি হামলাকারীদের কঠোর শাস্তি চাই।
মামলায় বাদী পক্ষের আইনজীবি এ্যাড. ফকির ইফতেখারুল ইসলাম রানা বলেন, আসামীরা জামিন চাইলে আদালত দুইজনকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন। আশাকরি আমরা ন্যায় বিচার পাব।