Logo
table-post
বাগেরহাটে দুইদিন ব্যাপি তথ্য মেলা শুরু
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-র আয়োজনে দুই দিনব্যাপি তথ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এসময় মেলায় আগত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২৬ টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিগণ।


পরে সনাক, বাগেরহাটের সভাপতি এ্যাড. রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে “তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, টিআইবি’র ক্লাস্টার কো-অডিনেটর মো: ফিরোজ উদ্দিন, অ্যাডভোকেট শেখ মোশারেফ হোসেন মন্টু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসি, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান প্রমুখ। সনাক সদস্য মুজিবর রহমানের সঞ্চালনায় সভায় মূখ্য আলোচক ছিলেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম। মেলা আয়োজক কমিটির আহব্বায়ক সনাক সদস্য এ্যাড. শাহ আলম টুকু স্বাগত বক্তব্য দেন।


বক্তারা, তথ্য অধিকার আইন বাস্তবায়নের কৌশল সম্পর্কে অবহিত করেন। এছাড়া কিভাবে সহজে তথ্য পাওয়া যায় এবং কি কি তথ্য নাগরিকরা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।


তথ্য মেলায় জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, পাসপোর্ট অধিদপ্তর, দূর্নীতি দমন কমিশন, সমাজসেবা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, ব্রাকসহ ২৬টি সরকারি-বেসরকারি দপ্তর অংশগ্রহন করেন। দপ্তরগুলো তাদের সেবার তালিকা, সেবা মূল্য ও সহজে সেবা পাওয়ার পদ্ধতি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। বুধবার বিকেলে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসাস বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা সু-শাসন ও সমৃদ্ধ জীবনের জন্য অপরিহার্য। কিন্তু প্রাপ্ত তথ্যের যাচাই-বাছাই করা আবশ্যক। যাচাই-বাছাই ছাড়া সব তথ্য গ্রহন করা ঠিক না। আবার সব তথ্য সবার জন্য প্রযোজ্য নয়। প্রয়োজনীয় তথ্য জ্ঞান যথাযথ প্রয়োগের মাধ্যমে কল্যানকর কাজে লাগাতে হবে।

২০০৯ সালে তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়ন ও কল্যানে একটি ব্যতিক্রমি আইন। এজন্য জনসচেতনতা ও প্রচার খুবই জরুরী।’

@bagerhat24.com