ফকিরহাটে মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এ বি এম তৈয়বুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগন ও অন্যান্যরা। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গনমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন।