Logo
table-post
মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে  ১৯৯ নং দক্ষিণ সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা দরজার হ্যাজবোট কেটে ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ টাকা, প্রেজেক্টর, পর্দা, রাউটার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার খানম বলেন, রবিবার বেলা ৭টার দিকে ব্যিালয়ে চুরি খবর পান। পরে তিনি গিয়ে দেখেন দরজা ও আলমিরা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল অজ্ঞাত চোরেরা নিয়ে গেছে।

@bagerhat24.com