জমির মালিককে হয়রানি অভিযোগ মোরেলগঞ্জ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম
মোরেলগঞ্জ পৌর শহরের ৩নং ওয়ার্ডে ক্রয়সূত্রে .৮ শতক জমির মালিককে বিনা নোটিশে ও কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে পৌর কর্তৃপক্ষ উচ্ছেদের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌর শহরের উত্তর সরালিয়া গ্রামের বাসিন্দা মো. ছালাম শেখ গতকাল এক লিখিত অভিযোগে বলেন, নব্বইরশী বাসষ্ট্যান্ড সংলগ্ন পোষ্ট অফিসের দক্ষিণ পাশে ২০২২ সালে তার বড় ছেলে হুমায়ুন কবির শেখ .৮ শতক জমি ক্রয় করে নিজ নামে মিউটেশন, খাজনা পরিশোধ করে কাঠের একটি ঘর তুলে ভোগ দখলে থাকেন। পৌরসভার সাবেক মেয়র মনিরুল হক তালুকদার কিছু না বলেই ২০২৩ সালে ৩০ জুলাই প্রকাশ্যে দিবালোকে ওই জমি থেকে কাঠ ও টিনের ঘরটি ভেঙ্গে ট্রাকে করে পৌরসভায় নিয়ে যায়। ওই সময় মেয়রের পক্ষ হয়ে কয়েজন লোক কয়েক লক্ষ টাকা দাবি করে। ওই টাকা না দেওয়ায় ঘরটি ভেঙ্গে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ছালাম শেখ বাদি হয়ে ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগে বাগেরহাট চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বাগেরহাট গোয়েন্দা পুলিশকে(ডিবি) তদন্তের নির্দেশ দেন। গত ৫ আগষ্ট সরকার পতনের পর পৌর মেয়র অপসারন হলে ছালাম শেখ ওই জমিতে পাকা সীমানা প্রাচীর নির্মান শুরু করেন। খবর পেয়ে গত ১১ নভেম্বর পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম কোন নোটিশ ছাড়াই কাজটি বন্ধ করে দেন।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, পৌর এলাকায় পাকা ভবন বা দেয়াল নির্মাণ করতে হলে পৌরসভার প্লান পাশ থাকতে হয় যা সালাম শেখের নেই। এ ছাড়াও ওই জমিসহ আরও কিছু জমি অধিগ্রহনের চুড়ান্ত পর্যায়ে রয়েছে। ওখানে পৌরসভার তরফ থেকে সুপার মার্কেট নির্মান করা হবে। শীঘ্রই সংশ্লিষ্ট জমির মালিকেরা এ বিষয়ে নোটিশ পাবেন।