Logo
table-post
ফকিরহাটের তাকিয়া বিদ্যাপিট কোচিং সেন্টারে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
 ফকিরহাট সদর ইউনিয়নে অবস্থিত আদর্শ বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় তাকিয়া বিদ্যাপিট কোচিং সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তাকিয়া বিদ্যাপিট কোচিং সেন্টারের পরিচালক রুবেল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মাওলানা মোফাজ্জেল হায়দার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আইয়ুব চৌধুরী এবং শিরিন হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এড. কাজী ইয়াছিন, সাধারন সম্পাদক খান আব্দুল আউয়াল মনি, সমাজসেবক নাসির উদ্দিন ও সাংবাদিক শেখ সৈয়দ আলী সহ বিভিন্ন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মাওলানা মোফাজ্জেল হায়দার বলেন ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভালো-ভাবে লেখা পড়া করে মানুষের মত মানুষ হতে হবে। মা-বাবাকে সম্মান করতে হতে। দেশ সেবায় সবাইকে কাজ করতে হবে। 
 

@bagerhat24.com