Logo
table-post
পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পিরোজপুর ও পিজিএইচএস এসোসিয়েশনের আয়োজনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পিরোজপুর মোহাম্মদ আশরাফুল আলম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ  প্রফেসর পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পিরোজপুর, সহকারী পরিচালক বাবুল সরকার,

পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বাবর তালুকদার, পিরোজপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) 

এ.টি এম শামসুল আলম, পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ আব্দুস সুবহান। 

 

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় 

 

@bagerhat24.com