ফকিরহাটের লখপুরে এপিসি কোম্পানিতে ভয়াবহ অগ্নিকান্ড
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুর বাসস্ট্যান্ড অবস্থিত এপিসি নামক একটি ঔষধ কোম্পানির ওয়েস্ট হাউজ (পরিত্যাক্ত) গোডাউনে ভয়াাবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে এই র্দুঘটনা ঘটে।
কোম্পানির ব্যবস্থাপনার পরিচালক শেখ তামান্না আলম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি বলেন, ফকিরহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জানালে তারা দ্রুত সময়ের মধ্যে এসে তাদের দুইটি ইউনিট ঘটনা স্থলে উপস্থিত হয় এবং আগুন নিভাতে সক্ষম হয়।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডাঃ বাহারুল আলম জানান এ অগ্নিকান্ডে তাদের প্রায় ৫/৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ফকিরহাট স্টেশন কর্মকর্তা শাহাব উদ্দিন জানান ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ৩০/৪০ মিনিটের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।