Logo
table-post
ফকিরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮দলীয় ফটুবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি 
ফকিরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পিলজংগ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। 

খেলা পরিচালনা কমিটির সভাপতি সরদার বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার শেখ জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সহকারী প্রকটর ড,গাজী রফিকুল ইসলাম। 

ইউনিয়ন বিএনপি আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, খান লিয়াকত হোসেন, এমএ আইয়াল, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব এস এম খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ ফরহাদ হোসেন জুয়েল, মিরাজুল ইসলাম, বারিক মোড়ল, উপজেলা যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম, মনিরুজ্জামান টুটুক ও মোদাচ্ছের মল্লিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। খেলায় পিলজংগ ৫নং ওর্য়াড একাদশ ২-১গোলে বালিয়াডাঙ্গা-৮নং ওর্য়াড একাদশকে পারাজিত করে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন, কামাল আহম্মেদ, তাঁকে সহযোগীতা করেন, মোক্তার হোসেন মিঠু ও জসিম উদ্দিন। 

@bagerhat24.com