Logo
table-post
মোরেলগঞ্জে জামায়াতের দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় ১৫ জন আহত
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম মোরেলগঞ্জ


মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত একটি দোয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার বিকেল ৬ টার দিকে ভাটখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে। প্রায়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ও বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে হামলা করে দুর্বৃত্তরা।

হামলায় আহত কাজী মহিবুল্লাহ, মো. শাহজালাল, রেদোয়ান হাওলাদার, মুকুল শেখ, মারুফ শেখ, শাওন শেখ, ডালিম শেখ, আকাশ শেখ, ফয়সাল শেখ, আরিফ হাওলাদার ও রমজান শেখকে রাত ৮টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ বিষয়ে রাত ৯ টায় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন বলেন, দোয়া অনুষ্ঠানের শেষের দিকে স্থানীয় একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে। এতে কমপক্ষে ১৫জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জন রক্তাক্ত জখম।  

এদিন ইউনিয়ন ভিত্তিক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাজির আহমেদ। 

@bagerhat24.com