বাগেরহাট বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণসভা
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র(পি সি) কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে বীর শহীদদের স্মরণে স্মরণসভা অণুষ্ঠিত হয়েছে। কলেজের পক্ষ থেকে আহতদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান ফারুকীর সভাপতিতে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম। এসময়, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. শিউলী রানী সূত্রধর, জামায়াত নেতা মঞ্জুরুল হক রাহাত, নিজের বিভিন্ন বিভাগের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে নিহত ৭ শহীদের বাবা-মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা, রাজনৈতিক ব্যাক্তি বর্গ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ও কশিক্ষার্থীরা।
সভায় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এতে শহীদ ও আহতদের আত্মত্যাগকে স্মরণ করেন।
অধ্যক্ষ অধ্যাপক শেখ জিয়াউল হক, বলেন , “বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবসময় সচেষ্ট। আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনা করি।”
তিনি বলেন, “আন্দোলনে আহতদের কষ্ট দেখে আমরা গভীরভাবে মর্মাহত। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। পরিবর্তিত সময়ের চাহিদা ও সংস্কারকে কাজে লাগিয়ে আমরা একটি বৈষম্যহীন, ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে।”
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে নিহত ৭ শহীদের অভিভাবকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলেজ কর্তৃপক্ষ।