Logo
table-post
বাঁচতে চায় পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত শিশু জুনায়েদ
01/01/1970 12:00:00

স্টাফ রিপোটার
বাগেরহাটের রামপালে ২২ মাস বষসী শিশু জুনায়েদ  পাকস্থলি কান্সারে অক্রান্ত হয়েছে। হত দরিদ্র পিতা চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় শিশু জুনায়েদ এখন বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জেলার রামপাল উপজেলার বৃ-চাকশী গ্রামের ভুমিহীন হত দরিদ্র দিন মজুর জাহিদ শেখের ২২ মাস বষসী শিশু জুনায়েদ ।

অসসহয় পিতা জাহিদ জনান এ বছর অক্টোবর  মাসে তার ছেলে পাকস্থলী অস্বাভাবিক ভাবে ফুলে ওঠে । শিশু জুনায়েদ কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরীক্ষা শেষে ডাক্তার বলেন শিশুটি পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়েছে। কেমো থেরাফী ও প্রয়োজনীয় চিকিৎসা করলে শিশু জুনায়েদ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

শিশু জুনায়েদের পিতা কান্না জড়িত কন্ঠে জানান একটি এনজিও থেকে কিস্তিতে ৩০ হাজার টাকা লোন করে এপর্যন্ত চিকিৎসা করিয়ে ছি এখন  আর কোন অর্থের ঝোগাড় নাই । সে সমাজের মানুষের সাহাষ্য কামনা করেছেন। শিশুটির পিতার মোবাইল নম্বর ০১৩০৬০৯৫৫৫।

সমাজের বিত্তবানরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই সুন্দর পৃথিবীর আলো বাতাসে শিশুটি ও বুক ভরে শ^াষ নিতে পারবে।
 

@bagerhat24.com