Logo
table-post
মোরেলগঞ্জে খালে বিষ প্রয়োগ করে মাছ লুট, ফসলহানীর আশংকা
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম
মোরেলগঞ্জে উন্মুক্ত খালে বিষ প্রয়োগ করে মাছ লুট ও নিধনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে শ্রেণিখালী-ভাটখালী খালে বিষ প্রয়োগ করে মাছ ধরে নেয় ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত। মাছ ধরার জন্য দুদিন আগে থেকে খালটির শ্রেণিখালী মোহনার ¯øুইজগেট খুলে পানি ছেড়ে দেয় অজ্ঞাত ওই দুর্বৃত্তরা। পানি কমে গেলে সোমবার রাতে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কিটনাশক ছিটিয়ে মাছ ধরে তারা। বিষক্রিয়ায় আক্রান্ত মাছ ধরতে আজ মঙ্গলবার স্থানীয় উৎসুক লোকজন খালের কিনারে নামে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলেন, প্রভাবশালীরা রাতে খালে ওষুধ দিয়ে মাছ ধরেছে। বিষক্রিয়ায় দেশীয় নানা জাতের মাছ মরে গেছে। খালের পানি ছেড়ে দেওয়ায় পুটিখালী ও বলইবুনিয়া ইউনিয়নের শতশত বিঘা জমির আমন ধানেরও বড় ধরণের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
 
পুটিখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শিকদার খলিলুর রহমান বলেন, এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে দ্রæত আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, খালের পানি ছেড়ে বিষপ্রয়োগ করে মাছ ধরার ঘটনা শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

@bagerhat24.com