সাবেক সংসদ সদস্য সেলিমকে ফুলের ডালা দিয়ে বরণ
01/01/1970 12:00:00এস এস সাগর
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ এইচ সেলিমকে চিতলমারী উপজেলা বিএনপির শতাধিক কর্মি ফুলের ডালা দিয়ে বরণ করেছেন।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় মোল্লাহাট ব্রিজ সংলগ্ন এলাকায় তাঁর গাড়ী বহর থামিয়ে উৎফুল্ল কর্মিরা তাকে ফুলের ডালা উপহার দেন। বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ এম এ এইচ সেলিম দীর্ঘ এক যুগ পর তাঁর প্রাণের জম্মভূমি বাগেরহাটে ফিরছিলেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২ টায় খানজাহান আলী মাজার মাঠে আধুনিক বাগেরহাটের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমকে গণ সংবর্ধনা দেওয়া হবে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক যুবদল নেতা মোঃ জাহিদুর রহমান শেখ এ সব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সোমবার সকালে তাদের প্রিয় নেতা এম এইচ সেলিমের ঢাকা থেকে বাগেরহাটে আগমন উপলক্ষে তিনি ও চিতলমারী উপজেলা যুবদলের সাবেক সদস্য সোহেল সুলতান মানু, বিএনপি কর্মি মোঃ রফিকুল ইসলাম মোল্লা ও মোঃ দাউদ তালুকদারসহ শতাধিক কর্মি মোল্লাহাটে ছুটে যান। পরে তারা এম এএইচ সেলিমকে ফুলের ডালা দিয়ে বরণ করে তাঁর বহরে যোগ দেন।
এ সময় গাড়ি বহর নিয়ে এম এএইচ সেলিম বাগেহাটের দেপাড়া বাজারে তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে পৌঁছালে তাঁকে এক নজর দেখতে জনতার ঢল নামে।