Logo
table-post
মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জে হালিমোন আক্তার(১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১ টার দিকে থানা ভবন সংলগ্ন বারইখালী গ্রামের চাচা সুজন মাতুব্বরের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের রানা মাকুব্বরের মেয়ে। হালিমোনের মা নেই। ভাইবোন নেই। তার পিতাও দিনমজুরের কাজে ঢাকায় রয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ৯ টার দিকে হালিমোন তার চাচা সুজন মাতুব্বরের ঘরে যায়। ১০টার দিকে ঘরের মধ্যে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। এসময় ওই ঘরে অন্য কেউ ছিলোনা বলেও স্থানীয়রা দাবি করেন।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, মেয়েটির মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে লাশের পোষ্টমর্টেম করানো হবে। 

@bagerhat24.com