
ফকিরহাটে আধা কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আধা কেজি গাঁজা সহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি সিরাজুল নিকারী (২৭) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের নুরুল হক নিকারীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মেহেদী হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল চাকুলী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি সিরাজুল নিকারীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম আলমগীর কবির বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।