Logo
table-post
মোংলায় সশস্ত্র বাহিনী দিবসে উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ "বানৌজা কপোতাক্ষ"
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

মোংলা পালন করা হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। ২১ নভেম্বর বৃহস্পতিবার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। এদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মোংলার দিগরাজ নেভাল বার্থে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা কপোতাক্ষ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।  দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা কপোতাক্ষ পরিদর্শন করতে পারবেন পরিদর্শনে আসা সকলেই। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ২১ নভেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জাহাজগুলো সর্বসাধারণের স্বচোখে দেখা ও পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে। দর্শণার্থীরা ঢাকায় সদর ঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ, বিএন আরআরবি, খুলনায় বিআইডব্লিউটিএ রকেট ঘাট, মোংলার দ্বিগরাজে নেভাল এড়িয়া, বরিশালে বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজ পরিদর্শন করতে পারবেন।

এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসের উপর আলোচনাসভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসময় বাংলাদেশ নৌবাহিনীর মোংলা দ্বিগরাজের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

@bagerhat24.com