ফিসিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ফিসিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার সকালে মোংলা সমুদ্র বন্দরের হিরনপয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সমুদ্র এলাকা থেকে ভারতীয় জেলেদের আহরিত ২৬ ক্যারেট বিভিন্ন প্রজাতির মাছ জব্দ ও মৎস্য অধিদপ্তরের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়।
বৃহস্পতিবার ভোররাতে আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। এ সময় তাদের ব্যবহৃত জাল ও ফিসিং ট্রলার পুলিশ হেফাজাতে দেয়া হয়। আটকৃত জেলেরা ভারতের দক্ষিন চব্বিশ পরগোনার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
তাদের বিরুদ্ধে সমুদ্রসীমা লংঘনের অভিযোগে মামলা দায়ের শেষে দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ এবং বিকালে কারগারে পাঠানো হয়।