ফকিরহাটে মাদক কারবারীকে কারাদন্ড ও জরিমানা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতে এক মাদক কারবারীকে তিন মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মাদক কারবারী সরদার বিল্লাল হোসেন (৩৭) উপজেলার মুলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কাকডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী সরদার বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে প্রায় এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী গ্রেপ্তারকৃত মাদক কারবারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন ও ফকিরহাট মডেল থানার এএসআই আজাদুল হক উপস্থিত ছিলেন।