Logo
table-post
ফকিরহাট মডেল থানায় ফায়ার  সার্ভিসের অগ্নিনির্বাপন মহড়া
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট মডেল থানায় সচেতনা বাড়াতে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে। শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় থানা চত্ত্বরে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেন কর্মকর্তা শাহাজান মিয়ার নেতৃত্বে একটি দল এই মহড়ায় অংশগ্রহন করেন। যদি কোথাও কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটে তাহলে সেটি দ্রুত কিভাবে নেভানো যায়, তার জন্য মহড়ার ব্যবস্থা করা হয়েছে। 

জানমালের ক্ষয়ক্ষতির পরিমান কিভাবে কমানো যায় এবং এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়ায় বিভিন্ন পরামর্শ দেন এই কর্মকর্তা। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির সহ বিভিন্ন এসআই, এএসআই, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা উপস্থিত ছিলেন। 

@bagerhat24.com